Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আলোচনায় এগিয়ে মরহুম হাদী গাজীর স্ত্রী খালেদা সারোয়ার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সারোয়ার। তার স্বামী ছিলেন ক্লিন ইমেজের রাজনীতিবীদ, এলাকার উন্নয়ন-অগ্রগতিতে ছিল ব্যাপক ভূমিকা। এই বিষয়টি বিবেচনা করেই মূলত গাজী খালেদা সারোয়ারকে একবার সুযোগ দিতে চান স্থানীয় লোকজন।
নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ফজিলাতুন নেছা রিনা জানান, মরহুম হাদী গাজী ছিলেন অত্যন্ত সৎ এবং ভদ্রলোক। অনেকে তাকে অনুসরণ করে রাজনীতি করতেন। সাধারণ মানুষের সেবার মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। হাদী গাজী ছিলেন নবীগঞ্জের একজন প্রাণ পুরুষ। তার স্ত্রীও একজন ভাল মানুষ। এবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে নবীগঞ্জবাসী আবারো যোগ্য একজন উপজেলা চেয়ারম্যান পাবে বলে মন্তব্য করেন তিনি।
আফতাব উদ্দিন নামে এক ব্যবসায়ী জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় গাজী খালেদা সারোয়ারের নাম ছড়িয়ে পড়েছে। নবীগঞ্জের উন্নয়নকে ঘিরে মরহুম হাদী গাজীর অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার আমরা তার স্ত্রীকে নির্বাচিত করতে চাই।
এ ব্যাপারে গাজী খালেদা সারোয়ার জানান, আমার স্বামী সবসময় সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করতেন। কাজ করেছেন অস্বচ্ছল মানুষদেরকে নিয়ে। সেজন্য এলাকার অনেক লোকজন এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সমর্থন দিয়েছেন। তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।