Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চোরাচালান রাজ্যে মাদক ব্যবসায়ীদের মাথায় টুপি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের অর্ধশত চোরা ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। বাড়ীঘর ছেড়ে এরা চলে গেছে নিরাপদ আশ্রয়ে। এ কারণে চোরাচালান রাজ্যে নেমে এসেছে পিনপতন নিরবতা। কখন বিজিবি’র হাতে ধরা পড়তে হয়- এ চিন্তায় পেয়ে বসেছে ব্যবসায়ীকে। গত দু’দিনে টেকেরঘাট গ্রাম থেকে সবুজ এবং ফারুক নামের দুই চোরা ব্যবসায়ীকে বিজিবি আটক করে জেলে পুরে দেয়ায় আতংক বেড়েছে কয়েকগুন। থানার এক দারোগা চোরা ব্যবসায়ীদেরকে কয়েকদিনের জন্য নিরাপদ আশ্রয়ে চলে যাবার পরামর্শ দেয়ার পর তল্পি-তল্পা নিয়ে আত্মগোপনে চলে গেছে সীমান্ত অপরাধীরা। ৬ এপ্রিল ভোরে ত্রিপুরা রাজ্যের গৌড়নগর এলাকার মজুমদারবাড়ী গ্রামে গাজীপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র ছিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার (৪০) ও উসমানপুর গ্রামের আঃ মতিনের পুত্র সুন্দর আলী (৪৫)কে পিটিয়ে হত্যা করে ভারতীয় সন্ত্রাসীরা। এ হত্যাকান্ডের পর সীমান্তরক্ষী বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে লাশ ফেরতের দাবী জানায় এবং সীমান্ত সন্ত্রাসীদের নির্মূলের প্রতিজ্ঞা করে। পরদিন রাত ৮ টায় নিহত ৩ বাংলাদেশীকে ফেরত দেয় ভারত। ৯ এপ্রিল গাজীপুর ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে এক মত বিনিময় সভায় বিজিবি’র রিজিওনাল কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান সীমান্ত সন্ত্রাস বন্ধে দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনঃব্যক্ত করেন। এতে মারাত্মকভাবে টেনশনে পড়ে চোরা ব্যবসায়ীরা। চুনারুঘাট উপজেলার বাল্লা ও সাতছড়ি সীমান্ত এলাকাকে পাহাড়া দিতে সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ’র কড়া নজরধারী বাড়ানো হয়েছে। এখানে পালা করে টহল দিচ্ছে উভয় দেশের সীমান্তরক্ষী। এপারে রয়েছে বিজিবি ও পুলিশের টহল। এরপরও সন্ত্রীরা তাদের অপকর্ম চালাতে তৎপর। গতকাল বাল্লা বিজিবি জোয়ানরা দুধপাতিল গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১টি চোরাই গরু আটক করেছে। উপজেলার আহমদাবাদ ইউনিয়নের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধির প্রশ্রয়ে এখনো চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। কোন কোন মাদক ব্যবসায়ীর মাথায় উঠেছে টুপি।