Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অর্ধশত মামলার পলাতক আসামী গ্রেফতার

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে অর্ধশত মামলায় দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর অবশেষে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে আব্দুর রউফ। গতকাল সোমবার গভীর রাতে ওসি কেএম আজমিরুজ্জামান এর নির্দেশনায় ওসি (তদন্ত) আলী আশরাফ এবং এসআই সজীব দেব রায় নেতৃত্বে শাকিল, সুমন, আল আব্দুল্লাহ কবির মাহী, সবুজ চন্দ্র দে, সরূপসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদর ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ইকরা ব্রিকফিল্ড এলাকায় মাদক পাচারকালে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানায়, তার বিরুদ্ধে সুনামগঞ্জ এর ছাতক থানায়, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট একাধিক মামলা থাকলেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আব্দুর রউফের মাদকের চালান গ্রামগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়ায় এসব মাদক হাতের নাগালে পেয়ে ধ্বংসের ধারপান্তে পতিত হচ্ছে যুব সমাজ। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুণ জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে। চুনারুঘাটের বাল্লা সীমান্ত সীমা রেখায় অবস্থিত হওয়ায় মাদকের বিভিন্ন আখঁড়ায় পাচার করছে তার নেতৃত্বে একটি মহলটি এমন তথ্যও ছিল পুলিশের নিকট। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দেব রায় বলেন, মাদক সম্রাট আব্দুর রউফকে গ্রেফতার করতে অনুসন্ধানে মাঠে কাজ করে আসছিলাম। অবশেষে আব্দুর রউফকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১৩টি মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সুনামগঞ্জ, বি-বাড়ীয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি চুরি ছিনতাই, ডাকাতির অভিযোগ আছে। এর মধ্যে অনেক মামলা চলমান রয়েছে।