Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের বিশেষ কর্মী সভায় ॥ চেয়ারম্যান পদে বিজয়ী এডঃ আলমগীর চৌধুরী

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী ৯৭ ভোট পেয়ে ১ম হয়েছেন। নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম পেয়েছেন ৯০ ভোট পেয়ে ২য় এবং জেলা পরিষদ সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ ৬২ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
সোমবার বিকেলে নবীগঞ্জ শহরতলীর হাজারী কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ। সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলিকে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মতামতের প্রেক্ষিতে ১ম হিসেবে নির্ধারণ করা হয়। ২য় হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, ৩য় হয়েছেন আয়শা আক্তার রানী। অনুষ্ঠিত ভোটে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড ইউপি ও পৌর শাখার সভাপতি/সাধারণ সম্পাদক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির। চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্ব›িদ্ধতা করেন। এতে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী ৯৭ ভোটে পেয়ে নির্বাচিত হন। ২য় হয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আগ¦ায়ক ফজলুল হক চৌধুরী সেলিম তাঁর প্রাপ্ত ভোট ৯০, ৩য় হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডঃ সুলতান মাহমুদ তাঁর প্রাপ্ত ভোট ৬২, ৪র্থ হয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল তাঁর প্রাপ্ত ভোট ৪৬, ৫ম হয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান তাঁর প্রাপ্ত ভোট ১০। ভাইস-চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্ব›িদ্ধতা করেন। এতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ২য় হয়েছেন আব্দুল মুকিদ তাঁর প্রাপ্ত ভোট ৭৩, ৩য় হয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ তাঁর প্রাপ্ত ভোট ৬২, ৪র্থ হয়েছেন মুজাহিদ আহমদ তাঁর প্রাপ্ত ভোট ৩৯, ৫ম হয়েছেন আবু ইউসুফ তাঁর প্রাপ্ত ভোট ১২। এর আগে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির বলেছেন, আমার এখান থেকে নির্বাচিত প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাবো। কেন্দ্র থেকে নেত্রী যাকে মনোনয়ন দিবেন সবাইকে তাঁর পক্ষে কাজ করতে হবে। যদি কেউ প্রার্থীর বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।