Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং মেধা বিকাশ স্কুলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ॥ শিক্ষার সাথে নৈতিকতা ও মানবিক

মূল্যবোধের ওপর জোর দিতে হবে-ইউএনওবানিয়াচং প্রতিনিধি ॥ শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিষয়ের ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের নৈতিকভাবে সমৃদ্ধ ও আলোকিত মানুষরূপে গড়ে তুলতে হবে। নিরন্তর জ্ঞান সাধনার মাধ্যমে জীবনে সফল হতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। সোমবার সকালে বানিয়াচং মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মামুন খন্দকার এ সব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সভাপতিত্বে ও শিক্ষক সনজু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, আডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, ম্যানেজিং কমিটির সদস্য সূফিউর রহমান, মতিউর রহমান চৌধুরী, রুনা আক্তার। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক বিপুল কুমার, ইমদাদুল হক মাসুম, শিক্ষার্থী শাহ হাম্মাদ হাবীব, সানজিদা আক্তার প্রমূখ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তনুশ্রী দেব তন্নী। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।