Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচার হতে পারে না-ড. রেজা কিবরিয়া

প্রেস বিজ্ঞপ্তি ॥ একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনও একটি সুষ্ঠু বিচার হতে পারে না। আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশীট দেওয়া হয়েছে এবং সে গুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে যেন তা আমরা মেনে নেই। তা আমরা মানিনী। আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্তগুলো হয়েছে সে গুলোর প্রতি আমার কোন আস্থা নেই পরিবারেরও কোন আস্থা নেই। গতকাল সকালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ১৪তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে এ কথাগুলো বলেন কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।
এ সময় তিনি আরও বলেন আমার বাবার হত্যাকারিরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদদাতাকারীকে চিহ্নিত হয় সেই দাবী জানাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা চেষ্টা করেছে এবং এখন করে যাচ্ছে মিথ্যা চার্জশীটে করা মামলা নিষ্পত্তি হয়, তাহলে তারা বেঁচে যাবে। আমাদের মতো শত শত পরিবার বিচারের অপেক্ষায় আছে আমি চাই যেন সবাই সুষ্ঠু বিচার পায়।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।