Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৩১ শয্যা হাসাপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সম্প্রতি শেষ হয়েছে ১২ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজ। খুব শিগগিরই হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণের দরপত্র আহবান করা হবে। একই সঙ্গে পুকুরের চারপাড়ে মাটি ভরাটসহ পাকা গাইড ওয়াল নির্মাণ হবে। সেবিকার ১২টি পদ পূরণ হয়েছে। গর্ভবর্তী মায়েদের হাসাপাতালে ডেলিভারি সংখ্যা বেড়েছে বহুগুণ। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছনতায় এসেছে ব্যাপক পরিবর্তন। সীমিত জনবলের পরও বেড়েছে সেবার মান। এ জন্য হবিগঞ্জ জেলার মডেল হাসপাতাল গড়া হবে বানিয়াচং উপজেলা হাসপাতালকে। অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপির প্রচেষ্টায় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে নাম প্রস্তাব করেছে হবিগঞ্জের সিভিল সার্জন। মডেল হাসপাতাল হলে ইনস্ট্রোমেন্ট বরাদ্দসহ চিকিৎসকের শূন্যপদ পূরণ হবে। ফলে আরও বৃদ্ধি পাবে কাংখিত স্বাস্থ্য সেবার মান। এদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অচিরেই সুজাতপুর গাজীপুর কমিউনিটি কিনিকটি উদ্ধোধন করা হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি। সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব টিএইচও ডা.আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরাণ, থানার ওসি রাশেদ মোবারক, ডা. মো. রিফায়েত হোসেন, ডা. শামীমা আক্তার, ডা. সুবিমল চন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, কাজল চ্যার্টাজি, মোতাক্কিম বিশ্বাস, গোলাম কিবরিয়া লিলু, জোবায়ের খান, আবুল ফয়েজ সৈয়দ তোহা, সেবিকা অরুণা আচার্য্য প্রমূখ। এর আগে টানা তিন মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় হাসপাতালের স্টাফরা অ্যাডভোকেট আবদুল মজিদ খানকে সংবর্ধনা প্রদান করেন।