Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক-সৈয়দ মোঃ শাহজাহান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন ও চারিত্রিক উন্নতির জন্য শাররীক ও মানসিকভাবে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি গতকাল বুধবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, অধ্যক্ষ সাইফুল হক মির্জা, সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক জুনায়েদ লস্কর, এসএমসির সদস্য আলমগীর হোসেন টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
অনুষ্টান পরিচালনা করেন শিক্ষক মোঃ সালাউদ্দিন। এছাড়া মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন এস.এম.সির সদস্য শাহ মোঃ সেলিম, মোঃ মাসুক রহমান, শৈলেন বণিক, কাউন্সিলর বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক কাউন্সিলর গোলাপ খান।