Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুর্নীতি করলে সহ্য করা হবে না-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করলে দূর্নীতি নিমূল করা সম্ভব। সরকারি প্রতিটা দফতর কর্মকর্তার ওপর নির্ভর করে সরকারের সফলতা। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত এবং অজর্নসমূহ সমুন্নত রাখতে নিরপেক্ষ ভূমিকা রেখে কর্মকর্তাগণকে কাজ করার নিদের্শ দেন। কেউ দূর্নীতি করলে সহ্য করা হবে না। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টানা তিন মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় বানিয়াচং উপজেলা প্রশাসন আবদুল মজিদ খানকে সংবর্ধিত করে।
তিনি আরও বলেন, মাদকের কালো থাবা থেকে তরুণ ও যুবসমাজকে মুক্ত রাখতে হবে। মাদকের ব্যাপারে আপস নেই। যে দলেরই হোক কিংবা কোন নেতার আতœীয়-স্বজনই হোক কোনো ছাড় নেই। মাদক কারা আনে, কারা সেবন করে ও পাচারকারী কারা তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করতে হবে।
ইউএনও মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, টিএইচও আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পিআইও প্লাবন পাল, ওসি (তদন্ত) আবদুল কাইয়ূম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, আহাদ মিয়া, আবদুল কদ্দুছ শামীম, জেলা আ’লীগ নেতা তজম্মুল হক চৌধুরী, গোলাম কিবরিয়া লিলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আতাউর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।