Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে চক্ষু শিবিরের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ পইলের ঐতিহ্যবাহী বাৎসরিক বিনামূল্য চক্ষু শিবিরের প্রস্তুতি গতকাল সোমবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার মুরুব্বীয়ান ও যুবসমাজ আগামী ২৬-২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চক্ষু শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে মূল্যবান পরামর্শ দান করেন। উল্লেখ্য সৈয়দ আহমদুল হকের তত্ত্বাবধানে ১৯৯৩ সাল থেকে পইলে সম্পূর্ণ বিনামূল্যে গরীব দুঃস্থ রোগীদের মাঝে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকেই লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫এ২ এর সহায়তায় উক্ত চক্ষু শিবির পরিচালিত হচ্ছে। এ বৎসর প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা সেবা সহ বাছাইকৃত একশ ছানী পড়া রোগীর চোখে সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে বিদেশী ল্যান্স সংযোজন করা হবে। উল্লেখ্য চক্ষু শিবিরের সফল করতে পইলের সামাজিক সংগঠন শহীদ এনাম স্মৃতি সংঘ স্থানীয় ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।