Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বালু চুরির দায়ে ভ্রাম্যমান আদালতে ১৫ লাখ টাকা আদায় ॥ বিভিন্ন মেয়াদে ৩ জনকে জেল

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে স্থানীয় প্রশাসন সোচ্ছার রয়েছে। চোরাই বালু নিলামে দিয়ে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক টাকা রাজস্ব আদায় করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ বছরসহ বিভিন্ন মেয়াদে ৩ ব্যক্তিকে কারাদন্ড দেয়া হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে- উপজেলার ৫টি বালু মহালের মধ্যে অবিক্রিত বালু মহালগুলো থেকে চোরাই পথে বালু পাচার হত। এ চোরাই বালু পাচার রোধ করতে প্রশাসন ততপর। চলতি মাসে শাবাস আলীকে ১বছরের কারাদন্ড এবং আব্দুর রহমানকে ২মাসের কারাদন্ড প্রদান করা হয়। গত ডিসেম্বর মাসে চোরাইবালু জব্দ করতে গিয়ে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি প্রদান করায় হেলাল উদ্দিন নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়েছিল। গত ৩ মাসে ২লাখ ৭০হাজার টাকা মুল্যের উত্তোলিত বালু জব্দ করে নিলাম প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন জানান-সরকারী সম্পদ বালু চুরি রোধ করতে আমরা সার্বক্ষনিক সচেষ্ট রয়েছি।