Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাস্তে মার্কার প্রার্থী পীযূষ চক্রবর্তীর নির্বাচন পরবর্তী বিনিময় সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার সকাল ১১টায় বানিজ্যিক এলাকাস্থ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি মনোনীত বাম গণতান্ত্রিক জোটের কাস্তে মার্কার প্রার্থী পীযূষ চক্রবর্তীর নির্বাচনোত্তর সমর্থক-শুভানূধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন, প্রীতি সম্মিলনী ও অভিজ্ঞতা বিনিময় সভা জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-আমেরিকা প্রবাসী মুখলেছ মুনতাসির, গোলাম আলী খান, স্বদীপ বনিক, শংকর দাশ গুপ্ত। নির্বাচনের অভিজ্ঞতা বর্ণনা করেন-জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন খান, আইনজীবী সমিতির সাবেক নেতা এডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন খান শান্ত, শ্রীমন্ত রায়, বাসদ (মার্কসবাদী) নেতা মোঃ শফিকুল ইসলাম, উদীচী সহ-সভাপতি আজিজুর রহমান কাউছার, কৃষকনেতা সমসু মিয়া, সিপিবি নেতা রনজিত সরকার, রফিকুল ইসলাম, শাহআলম, আজাদ মিয়া, বিশ্বজিৎ দাশ ও কা¯ে- মার্কার প্রার্থী পীযূষ চক্রবর্তী।
সভায় বক্তাগণ বলেন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত দিনের সকল দলীয় সরকারের ভোট ডাকাতি, জালিয়াতি ও আগাম ব্যালট পেপারে সিল মারার ইতিহাসকে হার মানিয়েছে। দেশের মানুষ বাকরূদ্ধ। তাই ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরিশেষে প্রার্থী পীযূষ চক্রবর্তী নিবাচনী কাজে যুক্ত সকল নেতাকর্মী, সমর্থক ও নির্বাচনী এলাকার জনসাধারণদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।