Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত প্রতিবাদে ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শান্তা বেগম (৯) নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটায় এঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকার লোকজন ৩ঘন্টা মহাসড়ক অবরোধ করে। এসময় রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর হাইওয়ে পুলিশ ঘাতক হবিগঞ্জ বিরতিহীন বাসটি আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের লিটন মিয়ার শিশু কন্যা শান্তা বেগম (৯) রাস্তার পাশ দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন সার্ভিসের একটি বাসটি ওই ছাত্রীকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করে। চালক ও হেল্পার পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এতে দুরপাল্লার যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হবিগঞ্জ পুলিশের সহকারী পুলিশ সুপার নাজমূল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ উত্তেজিত জনতাকে শান্ত করেন। হবিগঞ্জ বিরতিহীন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচলের শর্তে অবরোধ তোলে নেন স্থানীয় লোকজন।