Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলেয়া জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এডঃ শিবলী খায়ের, সফিকুজ্জামান হিরাজ, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাস, রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি, মোতাহের হোসেন রিজু প্রমুখ। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যুব সদস্য ইমতিয়াজ জাহান শাওন, সুমন দাস, সারোয়ার হোসেন, জেরিন আক্তার, জয় দাস, উজ্জল চন্দ্র দাস, মনি আক্তার, খলিলুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, রেড ক্রিসেন্ট বিশ্ব ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। এমনকি যুদ্ধ বিধ্বস্থ দেশগুলোতেও নিজেদের জীবনের ঝুকি নিয়ে তারা মানুষের সেবায় কাজ করে। তাদের কাজকে আমাদের সম্মান করতে হবে। তাদের সহযোগিতায়ও নিজেদের অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে তারা আরও উৎসাহিত হবে। তিনি যুবসমাজ ও বিত্তবানদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট মানুষের সেবায় কাজ করলেও এখনও আমাদের দেশে সংগঠনটি বেশ অবহেলিত। এখন আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই তেমন সহায়তা মিলেনা। রেড ক্রিসেন্ট ভবনের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, ভবনটি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ফাঁটল ধরেছে। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।