Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ঠিকাদারের পা ভেঙে দেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে এক ঠিকাদারের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ১০টায় আলীয়া মাদ্রাসা সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত আবু ফজলকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে ভর্তি করেন। আবুল ফজল ইনাতখানি মহল্লার মৃত শেখ মোঃ ইসমাইলের ছেলে। চিকিৎসক বলেছেন, তার পায়ের হাড্ডি ফেঁটে গেছে। এদিকে এই হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানান, একমাস পূর্বে ইনাতখানি মক্তব ঘরের সামনে পুরানবাগ সাত মহল্লা ছান্দের বৈঠক বসে। ওই বৈঠকের মধ্যে দক্ষিণ নন্দীপাড়া মহল্লার সর্দার আবুল হোসেনের ছেলে শিমুল মিয়া মধুখানি মহল্লার সর্দার মোক্তাদির খানের সঙ্গে কারাপ আচরণ করেন। তখন শেখ আবুল ফজল প্রতিবাদ করেন। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় শিমুল ও তার লোকেরা দৌঁড়ে পালায়। এরই জের ধরে গত সোমবার রাত ১০টার দিকে রাস্তা আটকিয়ে আবুল ফজলের ওপর অর্তকির্ত হামলা করা হয়।
হাসপাতালে গেলে শেখ আবুল ফজল সাংবাদিকদের জানান, বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাদ্রাসার পাশে অর্থাৎ শিমুলের বাড়ির সামনের রাস্তায় পৌঁছামাত্র অতকির্ত হামলা করে আবুল হোসেনরা। তারা পূর্ব থেকে ওৎ পেতে ছিল। হকিস্ট্রিক ও লোহার রড দিয়ে বেধড়ক আঘাত করে। তার শোর চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় স্মার্ট ফোনসেট ও হাতগড়িসহ নগদ অর্থ নিয়ে যায় তারা।