Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার এ উপলেক্ষ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। শিক্ষক আব্দুল হাই’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য হাফিজ উদ্দিন খান, সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার শিরিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহমদ আলী, নানু মিয়া প্রমুখ। গত ১৬ জানুয়ারী স্থানীয় গরমতলা মাঠে ২ দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার পক্ষে শিক্ষানুরাগী সদস্য এডঃ নজরুল ইসলাম খান, সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়। ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল গোলক নিক্ষেপ, দীর্ঘলাফ, মোরগ লড়াই, চাকতি নিক্ষেপ, ব্যাডমিন্টন, দৌড়, বর্শা নিক্ষেপসহ ২৮টি ইভেন্ট। গতকাল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জাহেদুল ইসলাম।