Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল ॥ দেশের অভ্যন্তরে আসা ভারতীয় চোরকারবারীদের ধরিয়ে দিন

আব্দুল হালীম ॥ ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় ভারতীয় লোকজনের হাতে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশীর ঘটনা ও সীমান্ত সন্ত্রাস এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম, কর্ণেল মো. তারিকুল ইসলাম, শ্রীমঙ্গল এর ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্ণেল সাইফুদ্দিন কাউসার, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমীন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকবর হোসেন জিতু। সভায় পুলিশ সুপার বলেন, অপরাধীদের আইনের হাতে তুলে দেবেন। এদেরকে কোন ধরনের সহযোগিতা করবেননা। জেলা প্রশাসক বলেন, গরু চোর, চোরাকারবারী ও সীমান্ত সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করুন। তাদের বিরুদ্ধে এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাত্র কয়েকজন অপরাধীর জন্য পুরো দেশ এখন অপবাদ দায় নিতে হচ্ছে। সভার প্রধান অতিথি বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম বলেন, ভারতের তৈরী ফেনসিডিল ও মদ সে দেশের লোকজন খায় না। তিনি বলেন, মাদক চোরাকারবারীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারন। বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ভারত থেকে যা আসে ৮০ ভাগই হলো মাদক। তিনি বলেন, মাদকের কারনে কি হচ্ছে আজকাল। মেয়ে তার বাবা-মাকে জবাই করে হত্যা করছে। তিনি বলেন, কেউ যদি মনে করে, মাদকের ব্যবসা করে ঢাকায় বাড়ি-গাড়ির মালিক হবেন, তা হবে ভুল। মাদক ব্যবসায়ী, চোরকারবারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত লোকজন জানান, ভবিষ্যতে গরু চুরির মতো ঘটনা ঘটবে না। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে ও দেশের অভ্যন্তরে আসা ভারতীয় চোরকারবারীদের পুলিশের হাতে ধরিয়ে দিন। তবে ভারতের অভ্যন্তরে গিয়ে নয়। হাবিবুল করিম বলেন, ৫ কেজি ৬ কেজি গাজা, সুপারি ও গরু চুরি এনে সংসার চালাতে হবে, এ অবস্থা তো দেশে নেই। তিনি ভারতের অর্থনীতিবিদদের বরাত দিয়ে বলেন, ভারতের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ। তাহলে কেন আমরা সামান্য কিছু টাকার জন্য জীবন দেবো। ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বাংলাদেশ সীমান্তে আমাদের লোকরা ফসল ফলালেও তা ঘরে তুলতে পারে না কারন ভারত থেকে ৫০/৬০ একদল সন্ত্রাসী এসে এ ধান কেটে নিয়ে যায়। যে কারনে সীমান্তের মানুষ গুলো ভালো নেই।
উল্লেখ্য, শনিবার দিনগত রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় অনুপ্রবেশের দায়ে স্থানীয় লোকজন ৩ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করে।