Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরস সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের ৩দিনব্যাপী ৬৯৮তম পবিত্র বাৎসরিক ওরস শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শেষ দিন ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আগত আশেকান ভক্তবৃন্দ মাজার জিয়ারত, জিকির আসকার ও ফাতেহা পাঠ করেন। মাজারের চারপাশে মেলায় বিভিন্ন পণ্যের দোকান বসেছে। এছাড়াও মারিফতি গানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে শিল্পীরা গান পরিবেশন করছেন। কাফেলাগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। গতকাল রাত ১২টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতে দেশ ও বিশ্ব মানুষের শান্তি কামনা করে দোয়া করেন মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী। এছাড়াও মিলাদ পরিচালনা করেন মাজার মসজিদের ইমাম মাওলানা নিয়ামত আলী।
মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী ও খাদেম সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী জানান, ৩ দিনব্যাপী ওরসে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
প্রসঙ্গত, সিলেটে চিরনিদ্রায় শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব প্রধান সেনাপতি তরফ বিজয়ী হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্মগ্রহণ করেন ১২৫০ খ্রিস্টাব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লীতে এসে সুলতান আলাউদ্দিন খিলজীর অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ) এর সাথে মোলাকাত হয় নাসির উদ্দিন সিপালার (রহঃ)। এ সময় মুসলমানদের উপর রাজা গৌরগবিন্দের অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি। ৭০৩ হিজরী, ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয় করে হবিগঞ্জের লস্করপুর, দাউদনগর, সুলতানশী, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে তিনি বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক মুড়ারবন্দস্থ পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ মানেনি। ইসলামের শরিয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন আশেকান ভক্তবৃন্দ। মুসল্লিরা দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার পর বিকট শব্দে অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিমে ঘুরে যায়।