Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেটে এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ এস.এস.সি-২০০০ ও এইচ.এস.সি-২০০২ এর শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে অনুষ্ঠিত এ মিলনমেলায় পরস্পরের মধ্যে মেলবন্ধন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি রোমন্থন ও বন্ধুদের কাছে পাওয়ার আনন্দে বিভোর হয়ে উঠেন। অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে সেতু বন্ধন স্থাপন করা। এরই আলোকে এসএসসি২০০০ এন্ড এইচএসসি ২০০২ বাংলাদেশ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে।
অনুষ্ঠানে সিলেটে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে প্রবাসী সাংবাদিক মিসবাহ আহমদকে নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন, আহ্বায়ক ডাঃ মারুফ আহমদ চৌধুরী (ফিজিও), যুগ্ম আহ্বায়ক আফসার ফাহিম, সদস্য সচিব শফিউল আলম সুমন, সদস্য সোহেল রানা, সদরুল রীমু, নোমান আহমদ, রবিশংকর সৈকত, স্বপন, নমিত, বায়েছ, সোহেল।
অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, গ্র“প উদ্যোক্তা শাহ মোয়াজ্জেম মিলন, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, মিন্টু সিরাজ, শাহাদ পলিন ইমরান প্রমুখ।