Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের নরপতি গ্রামে তারকব্রক্ষ হরিণা সংকীর্ত্তন মহাজ্ঞ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শ্রীশ্রী রাধা মাধব মন্দির অঙ্গনে ভাই ভাই নবীন সংঘের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ হরিণা সংকীর্ত্তন মহাজ্ঞ শুরু হতে যাচ্ছে। আয়োজকরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। সর্ববৃহৎ এই হরিনাম যজ্ঞ এবার নিয়ে ১১ বছর পূর্ণ হবে। মহাযজ্ঞানুষ্ঠানে পৌরহিত্য করবেন প্রভুপাদ শ্রী গৌর গোপাল গোস্বামী (কৃষ্ণ)। অনুষ্ঠান আয়োজনের মধ্যে ১৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাধ্যায় যজ্ঞ ও গীতা আলোচনা। স্বাধ্যায় যজ্ঞ পরিচালনায় শ্রী প্রভুপাদ নিরঞ্জন গোস্বামী, মৌলভীবাজার। পাঠকবৃন্দরা হলেন-শ্রী প্রভুপাদ নিরঞ্জন গোস্বামী, মৌলভীবাজার, শ্রীযুক্ত প্রমথ সরকার, হবিগঞ্জ, গীতা সংঘ নরপতি ও চুনারুঘাট সদর। বিকাল ৪টায় শিশুদের গীতা আবৃত্তি, সন্ধ্যা ৬টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। পরিচালনায় স্থানীয় শিল্পীবৃন্দ, রাত সাড়ে ৯টায় ১৬ প্রহর ব্যাপী তারকব্রক্ষ নাম সংকীর্ত্তনের শুভ অধিবাস, পরিচালনায় শ্রী প্রিয়ধন দাশ, চুনারুঘাট। ১৮ জানুয়ারী শুক্রবার ব্রাক্ষমূহুর্তে মঙ্গলারতি তৎপর ষোড়শ প্রহর ব্যাপী তারকব্রক্ষ নামসংকীর্ত্তন শুভারম্ভ। ১৯ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১২টায় মহাপ্রভুর ভোগরাগ তৎপর মহা প্রসাদ বিতরণ। ২০ জানুয়ারী বরিবার ঊষালগ্নে না সংকীর্ত্তর সমাপন ও নগর পরিক্ষমা। সকাল ১০টায় দধিভান্ড ভঞ্জন তৎপর উৎসব সমাপন। আপনারা স্বপরিবারে উক্ত উৎসব অঙ্গনে উপস্থিত থেকে এ অনুষ্ঠান সার্থক করে তুলবেন।