Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়ক অবৈধ দোকানদারদের দখলে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে’র সরকারী ভূমি অবৈধ দোকানদারদের দখলে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নবীগঞ্জ হাসপাতালের সামনে উল্লেখিত সড়কের উভয় পাশে গড়ে উঠেছে অবৈধ দোকান ঘর। এতে কর্তৃপক্ষ রয়েছে নীরব। কিন্তু গতকাল রবিবার সকালে ওই সড়কের পাশে আনমনু গ্রামের রফি মিয়া মালিকানা ভুমিতে ঘর নির্মাণকালে সড়কের পাশে সরকারী কিছু ভুমি ঢুকিয়ে পেলেন। খবর পেয়ে ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার উপজেলা ভুমি অফিসের সাথে যোগাযোগ করে একদল পুলিশ নিয়ে ঘটনা¯’লে হাজির হয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করেন এবং রফি মিয়াকে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারী ভুমি দখল মুক্ত করার শর্তে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রফি মিয়াকে মুক্ত করে নিয়ে আসা হয়। এ ঘটনায় ¯’ানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলাবলি করছেন, যারা দীর্ঘদিন ধরে সরকারী জায়গায় অবৈধভাবে দোকান ঘর তৈরী দিব্যি ব্যবসা করে আসছেন তাদের বিরুদ্ধে অদ্যাবদি উচ্ছেদ বা কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। স্থানীয়দের অভিযোগ ইউনিয়ন ভুমি অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ওই অবৈধ দোকানদারগণ তাদের ব্যবসা করে আসছে। কেউ কেউ বলে বেরাচ্ছেন কারো জন্য পৌষ মাস, আবার কারো জন্য সর্বনাশ” এই প্রবাদ’টি হচ্ছে এখানে। এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেয়ার জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এর দৃষ্টি আর্কষন করেছেন।