Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট পৌর শহরে জোরপূর্বক ভূমি দখল করে বাড়ী নির্মাণের চেষ্টা পুলিশের তাড়া খেয়ে পলায়ন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে জোরপূর্বক জমির ফসলাদি কেটে ফেলে বাড়ী নির্মাণের সময় এক ভূমি খেকোকে তাড়িয়ে দিয়েছে থানা পুলিশ। গতকাল বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, বড়াইল গ্রামের সাবেক মেম্বার তমিজ উল্লা সম্প্রতি মারা যাবার পর তার সহায় সম্পত্তি দখলের জন্য একই এলাকার আঃ গফুর এর পুত্র কামাল উদ্দিন তৎপর হয়ে উঠে। গতকাল বুধবার সকালে কামাল উদ্দিন তার দলবল নিয়ে তমিজ উল্লার ৫ শতক ভূমির উপর ফলানো ফসলাদি কেটে ফেলে। এসময় তমিজ উল্লার পুত্র আমির উদ্দিন ও তার আত্মীয় স্বজন বাধা দিলে তাদের প্রতি ক্ষপ্তি হয়ে উঠে। বিকেলে ওই জমির উপর জোরপূর্বক বাড়ী নির্মাণ করার চেষ্টা করলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কামাল উদ্দিন পালিয়ে যায়। উল্লেখ্য যে, ইতিপূর্বে ভূমি খেকো কামাল উদ্দিন জোরপূর্বক মৃত তমিজ উল্লার সম্পত্তি দখল করে নিলে বেশ কয়েকবার শালিস বৈঠক অনুষ্টিত হয়। একইভাবে গত ৪ এপ্রিল বিশিষ্ট মুরুব্বি মোঃ ফিরোজ আলী মীরের সভাপতিত্বে এক শালিস বৈঠকে চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলী, পৌর কমিশনার মোঃ আঃ হান্নান, সাবেক কমিশনার ফারক উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অবৈধভাবে দখলকৃত ভূমি তমিজ উদ্দিনের পূত্র আমিন উদ্দিনের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য কামাল উদ্দিনকে অনুরোধ জানানো হয়। কিন্তু প্রভাবশালীদের ইশারায় কামাল উদ্দিন জমি ফেরত না দিয়ে আরও দখলকরার জন্য মরিয়া হয়ে উঠেছে। গত ৩০ মার্চ তমিজ উদ্দিনের পুত্র আমির উদ্দিন বাদী হয়ে কামাল উদ্দিন সহ ৫জনকে আসামী অবৈধ ভাবে দখলকৃত ভূমির উপর বিজ্ঞ কোর্টে ১৪৪ দ্বারা জারি করে। কিন্তু দখলকারীরা আদালতের নিষেধাজ্ঞাও অমান্য করে চলেছেন।