Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কৃষকদের মাঝে আউশ প্রনোদনার সার বীজ বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আউশ প্রনোদনা কর্মসুচী আওতায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে বিনা মল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আনুষ্টানিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং নগদ ৩’শ টাকা করে দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া খাতুন, কৃষি বিভাগের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস, উদ্ভিদ সংরক্ষন বিভাগের মোঃ জাকির হোসেন, ইটাখোলা ফার্মের পরিচালক সোলায়মান তালুকদার ও হারুর উর রশিদ। এতে বক্তব্য রাখেন কৃষি অফিসার জালাল উদ্দিন ও সাইদুর রহমান।