Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিংহগ্রাম গীতা নিকেতনে সাউন্ড স্পিকার দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম শ্রী শ্রী শিব মন্দির গীতা নিকেতনের শিক্ষার্থীদের পাঠদানের জন্য অনুদান হিসাবে সাউন্ড স্পিকার প্রদান করেছে স্থানীয় বুল্লা বাজার স্বর্ণ ব্যবসায়ীরা। এই অনুদানটি ব্যবসায়ীদের মধ্যে আর্থিক ভাবে প্রণব শীল, সজল দেব, উত্তম দেব, সজল কান্তি দাস, বাদল দেব, রতন শুক্লবৈদ্য, ঝন্টু মোদক, অনিক বণিক, মিন্টু দাস, লিটন গোপ, বিকাশ দেব, সুমন শীল, পিন্টু দেবনাথ, পরিমল দেব, প্রাণকৃষ্ণ দেব, নৃপেন্দ্র দাস, রনধীর সূত্রধর, রবীন্দ্র দাস বহন করেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে গীতা নিকেতনের শিক্ষক সজল দাসের হাতে সাউন্ড স্পিকার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শারদাঞ্জলি ফোরামের সহ-সভাপতি সুজিত পাল, নন্দলাল বসাক, প্রান্ত নাগ, ভুলো শীল, নির্মল শীল, শশী মোহন ভট্রাচার্য্য, মল্লিকা সিং, বজন শীল, বাবুল শীল সহ আরো অনেকেই।