Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে হত্যা মামলার পর পুরুষশুণ্য বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার বড়ইউড়ি ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের পঞ্চায়েতী ফান্ডের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। নিহতের ঘটনায় বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকে সাবেক মেম্বার আরজু মিয়ার পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে গ্রাম ছাড়া হওয়ায় নিহত মতিউর রহমানের পক্ষের লোকজন তাদের বাড়ী-ঘরে লুটপাট, হামলা ভাংচুরের অহরহ ঘটনা ঘটেই যাচ্ছে। এতে নোয়াগাঁও গ্রামের আরজু মেম্বারের পক্ষের লোকজনের পুরুষ শুন্য বাড়ী-ঘরে মহিলা ও শিশুসন্তান অসহায় হয়ে পড়েছেন। তাদের অভিযোগ একই গ্রামের অপরপক্ষের দলনেতা আবু মুসা, ফরিদ মিয়া মকসুদ আলী, নুর ইসলাম, নুরুল, শাহজাহান, ছানু মিয়া ও তাদের লোকজন বিভিন্ন অজুহাতে এলাকার পুরুষশুন্য বাড়ী-ঘরে হানা দিয়ে তাদের গৃহপালিত পশু, গোলার ধান লুট করে নিয়ে যাচ্ছে। তারা আরও জানান, উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের লোকজন সুযোগ বুঝে দেশীয় অস্ত্রসস্ত্র সহ রাতের আধাঁরে গত ৩ জানুয়ারী গেদা মিয়ার ও ৬ জানুয়ারীর আব্দুল আজিজের বাড়ীতে লুটপাট করে। তাদের ভয়ে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতেও সাহস পাচ্ছেন না। ইতিপূর্বে অপরপক্ষের আবু মুসাসহ তাদের লোকজনের বিরুদ্ধে মারামারি, লুটপাট, নির্যাতনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানা ও হবিগঞ্জ আদালতে জিআর ৪৭৭/১৮, সিআর ২৫৮/১৮ আদালতে ৩৮২/১৮ সহ প্রায় ৮টি মামলা চলমান থাকলেও আসামীরা কেউ কেউ আদালত থেকে জামিনে এসে এবং বাকিরা নিহত হওয়ার সুযোগ নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের এহেন অপকর্মে এলাকার অসহায় লোকজন চরম নিরাপত্তাহীনতা জীবন-যাপন করছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেন।