Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গণপাঠাগার, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “নবীগঞ্জ গণ পাঠাগার” নামটি যদিও গণ মানুষের পাঠাগার কিন্তু কাজে এর কোনটিই নেই। গতকাল রবিবার নবীগঞ্জ শহরের শেরপুর রোডে সেন্ট্রাল প্লাজা ও নুরানী মার্কেটের মধ্যখানে অবস্থিত গণ-পাঠাগার নামে থাকলেও কাজের বেলার এর বিপরীত। সামনে ফলের দোকান আর পান-সিগারেটের দোকানে জ্যাম লাগানো। যার কারনে সচেতন মহল থেকে শুরু করে কেউ এই পাঠাগারে এসে অবসর সময় পত্রিকা/বইসহ কোন ধরনের পাঠ্য পুস্তক পড়তে পারছেন না। আবার একটি বিষয় লক্ষনীয় যে নতুন সাইন বোর্ড লাগিয়ে লোক দেখনো হচ্ছে যে গণ-পাঠাগার আছে কিন্তু গ্রীল লাগানো” কথাটি হাস্যকর হলেও বাস্তব নবীগঞ্জ বাজারের স্থানীয় অনেকেরই নজর কাড়ছে গণ-পাঠাগারের। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা যায় পাঠাগার তো খুলা হয়না না, তবে বিকেল টাইমে কোন দিন থালা খুলা হয় আর দিনের সব সময়টাই সামনে পান সিগারেট আর সবজির বিক্রেতাদের দখলে থাকে।