Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জিকে গউছ ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল সহ ৪৪ জনের বিরুদ্ধে সস্ত্রাসী আইনে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। মামলায় জি কে গউছ ও তার ভাই জি কে গাফফারসহ বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে আসামী করা হয়। নির্বাচনের পর এনিয়ে জি কে গউছের বিরুদ্বে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা দায়ের করা হল।
মামলার বিবরণে প্রকাশ, গত ৩০ ডিসেম্বর (ভোটের দিন) রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্দেশে উল্লেখিত আসামীরা হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ হামলার ঘটনায় অংশ নেয় হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম হাফিজুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, টিপু চৌধুরী, আমজাদ হোসেন মনিসহ একদল লোক।