Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তারা ভর্তি হয়। অসুস্থরা হল, নুসরাত জাহান, শাহিনা আক্তার লিজা, ফারজানা ইয়াসমিন, বিলকিছ আক্তার, পলি আক্তার, শম্পা আক্তার, আলেয়া আক্তার, চাদনী আক্তার ও দীপা বিশ্বাস। অসুস্থ নুসরাত জাহান জানান, বৃহস্পতিবার রাতে নার্সিং ইনস্টিটিউটে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল থেকে একে একে ১০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি ইনস্টিটিউটে জানালে কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান জানান, খাবারে বা পানিতে জীবানু থাকার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা করছি। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারো অবস্থায় আশঙ্কাজনক নয়। অভিযোগ রয়েছে সম্প্রতি নার্সিং ইন্সটিটউটের সুপার প্রায়ই নি¤œমানের খাবার পরিবেশন করছেন। কিন্তু এ ব্যাপারে কেউ মুখ খুললে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হয়।