Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে প্রতিবন্ধীর ঘরে বিনা খরচে ২ ঘণ্টায় বিদ্যুতের আলো

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আবেদনের ২ ঘণ্টার মধ্যেই বিদ্যুত সংযোগ পেয়েছেন এক প্রতিবন্ধী পরিবার। হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যেগে দ্রুত বিদ্যুত সংযোগ পেলেন ওই পরিবার। নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোশারফ হোসেন জানান, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী ফরিদ মিয়া বুধবার সকালে নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুতের আবেদন করেন। বিষয়টি মানবিক বিবেচনা করে আবেদনের সাথে সাথেই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বিদ্যুত সংযোগ দেওয়া হয়। বিদ্যুত পেয়ে ফরিদ মিয়া বলেন এত তাড়াতাড়ি বিনা খরচে বিদ্যুত পাব আমি কল্পনাও করিনি। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে জানান, মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শতভাগ বিদ্যুত সংযোগের কাজ শেষ পর্যায়ে। কোন প্রতিবন্ধী,অটিজম, অসহায় পরিবার টাকার অভাবে বিদ্যুত নিতে না পারলে পল্লী বিদ্যুতের সহযোগীতায় তাদের বিদ্যুত সংযোগ দেওয়া হচ্ছে।