Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বছরের ১ম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে নবীগঞ্জ শহরসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মেতে ওঠে নতুন বই পাওয়ার আনন্দে। নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী প্রধান অতিথি থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার বই তুলে দিয়ে বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও পৃথকভাবে বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চানন কুমার সানা। প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বছরের প্রথমদিন কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। দেশকে নিরক্ষরমুক্ত করতে এ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতে বাংলাদেশের কোন সরকারই এ ধরণের পদক্ষেপ নিতে পারেনি।