Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট

স্টাফ রিপোর্টার ॥ মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের কারনে টানা ১৬ ঘন্টা হবিগঞ্জ ছিল বিদ্যুৎহীন। এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে হবিগঞ্জের কোন পত্রিকা প্রকাশিত হয় নি। সোমবার রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। শহরের কোন কোন এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ২টায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও ছিলনা ভোল্টেজ। বিকেল ৩টায় পূর্ণ ভোল্টেজ পেলেও বিকেল ৪টায় আবারও বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সাড়ে ৪টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সন্ধ্যার পর আবার শুরু হয় বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে বিভিন্ন বাসাবাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামাদি নষ্ট হওয়ার উপক্রম হয়। ফ্রিজে থাকা খাবারও অনেকের নষ্ট হয়েছে। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। এদিকে বিদ্যুতের ভেলকিবাজি সম্পর্কে জানতে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ কেন্দ্রে ল্যান্ড ফোনে যোগাযোগ করলে তারা জানায়, ঝড় বৃষ্টিতে লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। তা মেরামত করার জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।