Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৪টি আসনে নৌকার জয়

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ৮ ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। বেলা বাড়ার সাথে কেন্দ্রে ভোটার কমতে থাকে। নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীগণ বিজয় লাভ করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সবকটি আসনেই ধানের শীষ প্রার্থী। রাতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ এ ফলাফল ঘোষণা করেন। আসন ওয়ারী ভোটের ফলাফল হচ্ছে-
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৩ লাখ ৬৫ হাজার ১৮জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৫৬ হাজার ১৫৫ জন। তন্মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ২৬৬টি। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ ১ লাখ ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫ হাজার ৮৮৫ ভোট। জাতীয় পার্টি প্রার্থী মোঃ আতিকুর রহমান আতিক ৩৮৩৮ ভোট, সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্র্থী চৌধুরী ফয়সল শোয়েব পেয়েছেন ৩০৮ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী জুবায়ের আহমেদ পেয়েছেন ৯৪০ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী এডঃ মোঃ নুরুল হক পেয়েছেন ১৯০ ভোট এবং ইসলামী আন্দোলন প্রার্থী আবু হানিফ আহমেদ হোসেন পেয়েছেন ১ হাজার ৫৬১ ভোট ।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৩ লাখ ৬ হাজার ৯৮১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৪৬ হাজার ৫৬৯ জন। তন্মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৪৮৬ টি। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডঃ আব্দুল মজিদ খান ১ লাখ ৭৯ হাজার ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্ট (খেলাফত মজলিস) প্রার্থী মাওঃ আব্দুুল বাছিত আজাদ পেয়েছেন ৫৯ হাজার ৭২৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল পেয়েছেন ১ হাজার ৯৮৭ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল জামাল মসউদ হাসান পেয়েছেন ১ হাজার ১৬৬ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেব নাথ পেয়েছেন ৪৭ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির পরেশ চন্দ্র দাস পেয়েছেন ২৬৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ পেয়েছেন ১ হাজার ৪১৩ ভোট।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৩ লাখ ২৬ হাজার ৮২৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯২৩ জন। তন্মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৭৭ টি। এ আসনে মহাজোট ( বাংলাদেশ আওয়ামী লীগ) প্রার্থী এডঃ মোঃ আবু জাহির ১ লাখ ৯৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালেও তিনি পেয়েছেন ৪৩৪ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মহিব উদ্দিন আহমদ সোহেল পেয়েছেন ৪ হাজার ২৬ ভোট, সিপিবি’র পীযূষ চক্রবর্তী পেয়েছেন ৪৩৫ ভোট।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৪ লাখ ২৭ হাজার ৬১৮ জন ভোটারের মধ্যে ভোটাদিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৬ হাজার ২৫৯ জন।তন্মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ১৮টি। এ আসনে মহাজোট (বাংলাদেশ আওয়ামী লীগ) প্রার্থী এডঃ মোঃ মাহবুব আলী ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্ট (খেলাফত মজলিস) প্রার্থী ড. অধ্যক্ষ আহমদ আবদুল কাদের পেয়েছেন ৪৬ হাজার ১৮৩ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী শেখ মোঃ সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট, জাকের পার্টি প্রার্থী মোঃ আনছারুল হক পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট ও ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওঃ ছোলাইমান খান রাব্বানী পেয়েছেন ৩ হাজার ২৫ ভোট।