Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আবু জাহির-মজিদ খানের হ্যাট্রিক জয়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১লাখ ৭৭ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১ লাখ ৯৩ হাজার ৮শ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের ২ প্রার্থী। আর এ বিজয়ের মধ্য দিয়ে তারা দুজনেই অর্জন করে নিলেন হ্যাট্রিক শিরোপা। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বিও ছিল বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী।
আব্দুল মজিদ খানের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট তথা খেলাফত মসলিসের প্রার্থী মাওলানা আব্দুল বাছেত আজাদ। তিনি পেয়েছেন ৬০ হাজার ২৫ ভোট। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৯’শ ৭২ ভোট। আর অ্যাডভোকেট মোঃ আবু জাহির পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮শ ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ ৬৩ জন। মোট কেন্দ্র ছিলো ১৩১টি। এবার ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তারা।
রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।