Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ॥ হবিগঞ্জের সাংবাদিকসহ সকলের সহযোগিতায় সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার মাহমুদুল কবির মুরাদ বলেছেন, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতায় আমরা হবিগঞ্জের একটি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তিনি নির্বাচন চলাকালে সাংবাদিকদের নীতিমালা অনুস্বরণ করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ দায়িত্ব পালন করবে। গতকাল সাংবাদিকদের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন চলাকালে অনেকে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে। তাই যাচাই না করে কোন ধরণের সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কুদ্দুস আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাবেল।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা নিরপপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি টহলে থাকবে। তিনি বলেন, অতীতের ন্যায় এবারও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।