Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাণিজ্য যুদ্ধে এবছরে ৬’শ কোটি ডলার লোকসান চীন ও যুক্তরাষ্ট্রের

এক্সপ্রেস ডেস্ক ॥ শিল্পখাত ছাড়াও অটো, প্রযুক্তি ও কৃষিতে বাণিজ্য যুদ্ধের কারণে এবছর চীন ও যুক্তরাস্ট্রের প্রায় ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। দুটি দেশের অর্থনীতিতে পৃথকভাবে এ ক্ষতির পরিমাণ হচ্ছে ২.৯ বিলিয়ন ডলার। বিশে^র এইদুটি বড় অর্থনীতির দেশ একে অপরের বিরুদ্ধে রপ্তানিকৃত পণ্যের ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে। এর ফলে উভয় দেশের সংশ্লিষ্ট শিল্পখাতগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং শেয়ারবাজারগুলোতে নেতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের সয়াবিন, গম ও ভুট্টাসহ কৃষি খাত বাণিজ্য যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মার্চে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে বাণিজ্য নিয়ে যে মতপার্থক্য রয়েছে তা দূর করতে না পারায় একে অপরের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। চীন যুক্তরাষ্ট্র থেকে বছরে ১২ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করে। কিন্তু অতিরিক্ত শুল্ক আরোপ করায় উভয় দেশ পণ্য আমদানিতে বিকল্প উৎসের খোঁজে গেলে সংশ্লিষ্ট শিল্পগুলোতে ক্ষতির পরিমান বৃদ্ধি পায়।
বাণিজ্য যুদ্ধ শুরু হবার পর ১০ মাসে চীনে যুক্তরাষ্ট্রের রফতানি কমে ৪২ শতাংশ যা আর্থিক মূল্যে ৮.৩ বিলিয়ন ডলার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার এ রফতানি ঘাটতি মেটাতে কৃষকদের কাছ থেকে ১১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনে নেয়। অন্যদিকে চীনের প্রযুক্তি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপে প্রতি মাসে এধরনের পণ্য বৃদ্ধি পায় ১ বিলিয়ন ডলার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি গাড়ি কোম্পানি জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট জানায় তাদের প্রতেক্যের লাভ কমে গেছে ১ বিলিয়ন ডলার। দুটি দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ অব্যাহত থাকলে এধরনের ক্ষতি ও মুনাফা কমে যাওয়া অব্যাহত থাকবে বলে অর্থনীতিবিদরা বলছেন।
-ফিনান্সিয়াল এক্সপ্রেস