Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বুরহানপুর আলোকিত স্থাপন করা হয়েছে সড়ক বাতি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রাম ঝলমল করছে। সবার মুখে আনন্দের হাসি। গ্রামের রাস্তায় স্থাপন করা হয়েছে ৫০টি সড়ক বাতি। বিগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে রাতের অন্ধকার দুর করে ওই গ্রামকে আলোকিত করে অর্জন করা হয়েছে আরো একটি বিজয়। যুবনেতা আহমেদ হাবিব, সাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী সুমন আহমেদ চৌধুরী ও কয়েছ আহমেদ উদ্যোগ গ্রহন করেন। তাদের এ উদ্যোগকে বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন ওই গ্রামের ইংল্যান্ড প্রবাসীরা। যার বাড়ির সামনে যে খুটি ওই বাড়ি থেকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রতিটি বাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৭ হাজার টাকা। এ বাতি স্থাপনে রাতে নিরাপদ চলাচলের পাশাপাশি চুরি-ডাকাতিসহ অসামাজিক কার্যকলাপ অনেকাংশে হ্রাস পাবে স্থানীয়রা মত প্রকাশ করেন। কেক কেটে সড়ক বাতির উদ্বোধন করা হয়। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ইংল্যান্ড প্রবাসী সুহান আহমেদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী আলমগীর মিয়া, লিটন চৌধুরী, সিহাব আহমেদ চৌধুরী, যুবনেতা আহমেদ হাবিব, সাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী সুমন আহমেদ চৌধুরী, কয়েছ আহমেদ, মতিউর রহমান, ফয়েজ আহমেদ, রিংকু আহমেদ প্রমুখ। এ সময় গ্রামের মুরুব্বীসহ সকল স্থরের মানুষ আপস্থিত ছিলেন। এ সময় অতিথিবৃন্দ উদ্যোক্তা ও ইংল্যান্ড প্রবাসীদের সকলকে ধন্যবাদ জানান।