Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশের নারীরা আজ জেগেছে-মর্জিনা আক্তার

স্টাফ রিপোর্টার ॥ পুরুষরা যতক্ষণ পর্যন্ত সুস্থ মানুষিকতার পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের রাজনৈতিক পরিবেশ এখনো নারী বান্ধব নয়। নারীর প্রতি আমাদের আচরণ হতে হবে সহযোগিতামূলক। এটি নিশ্চিত করা গেলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। জন্মসূত্রে সকল নাগরিক স্বাধিন। সে সমঅধিকার সমমর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে। পরবর্তীতে আমাদের নিজেদের স্বার্থে সে অধিকার খর্ব করা হয়। তবে আশার কথা হচ্ছে দেরীতে হলেও বাংলাদেশের নারীরা আজ জেগেছে। নেতৃত্ব থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে তারা বিচরণের চেষ্ঠা করে যাচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সুশাসন প্রক্রিয়ায় নারী’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার এসব কথা বলেন। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রেখা সাহা। কর্মশালায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষার্থী, চাকুরীজীবী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।