Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উপজেলা নির্বাচনী কাজে প্রিজাইটিং অফিসারকে সহযোগিতা না করায় ॥ আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষককে নির্বাচন কমিশন ও চতুর্থ উপজেলা নির্বাচনের ভোটের আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইটিং অফিসারকে নির্বাচনী কাজে সহযোগিতা না করায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আবদুর রউফ তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করেছেন। উক্ত শোকজ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইটিং অফিসার মোঃ আলম লিখিত ভাবে নির্বাচন কমিশন ও চতুর্থ উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসারকে জানান, গত ২২ মার্চ দুপুর ২টা ৩০মিনিটে নির্বাচনী সকল সামগ্রী নিয়ে উক্ত প্রতিষ্ঠানে উপস্থিত হলে বিদ্যালয়ের প্রতিটি কক্ষ তালা বদ্ধ দেখতে পান। এসময় তিনি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমানকে প্রতিষ্ঠানের চাবি হস্তান্তর সহ সার্বিক সহযোগিতা কামনা করলে তিনি চাবি প্রদান না করে কোন সহযোগিতা করেননি। এ সময় তিনি বলেন, ভোট কেন্দ্রের চাবি তার কাছে নেই। ফলে ওই রাত্রি নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইটিং অফিসার তীব্র ঝুকির মধ্যেও খোলা আকাশের নিচে অবস্থান করেন। তিনি অভিযোগে আরোও উল্লেখ করেছেন, বিদ্যালয়ে একাধিক পাকা ভবন ও দোতলা বিল্ডিং থাকা সত্ত্বেও কোন চাবি হস্তান্তর না করায় ওই রাতে ঝড়-বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী একটি টিন সেড ঘরে অবস্থান করেন। ওই টিন সেড ঘরে দরজা জানালা লাগানোর মত কোন ব্যবস্থা ছিল না। ফলে রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টির পানিতে কক্ষগুলো ভিজে যায়। তখন তারা অনেক কষ্ট করে ব্যালেট পেপার সহ নির্বাচনী সামগ্রী রক্ষা করেন। এ সময় দায়িত্বরত নির্বাচনী কর্মকতাগণ চরম অসহায় নিরাপত্তাহীনতায় ও আতংকিত হয়ে পরেন। তারা সবাই ওই টিন সেড ঘরের একটি কোনে আশ্রয় নেন। এর প্রেক্ষিতে গতকাল রিটার্নিং অফিসার আব্দুর রউফ ৩ দিনের মধ্য কারণ দর্শানোর কথা উল্লেখ করে শোকজ নোটিশ প্রদান করেন। এতে বলা হয়, নির্বাচনের প্রিজাইটিং অফিসারকে নির্বাচন কমিশনের কাজে চরম অসহযোগিতা ও সহায়তা প্রদানে ব্যর্থ হয়েছেন বলে প্রতিয়মান হয়। তাই প্রধান শিক্ষক লুৎফুর রহমানকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ বিধি ৮০ অনুযায়ী সহায়তা প্রদানের উদ্দেশ্যে নিয়োজিত অন্য কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এবং যুক্তি সংগত কারণ ব্যতিরেকে পালন করিতে ব্যর্থ হইলে কর্মকর্তা বা ক্ষেত্রমত ব্যক্তিকে ৬ মাস এবং অনধিক ১ বৎসর কারাদন্ড বা অনুধিক ৫ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত কেন করা যাবে না! তাই উক্ত অপরাধে অসহযোগিতাকারী লুৎফুর রহমানকে ফৌজদারী কার্যবিধির অধিনে দন্ড বিধির ১৮৭ ধারায় শাস্তি যোগ্য অপরাধ আমলে আনার সুযোগ রয়েছে। তাই ৩ দিনের মধ্যে কারণ দর্শানো না হলে ওই ধারা প্রয়োগ করা হবে। এ ব্যাপারে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেব।