Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারী নির্যাতন বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টা ॥ আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। তার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি। নিজের ইচ্ছা বা মতের বিরুদ্ধে কোন কিছু করাই নির্যাতনের সামিল। আমাদের সমাজে নিজ পরিবার থেকেই প্রথম নারী নির্যাতন শুরু হয়। তাই নারী নির্যাতন প্রতিরোধে নিজ পরিবার থেকে আন্দোলন শুরু করতে হবে। প্রথমে নিজেকেই এর বিরুদ্ধে অঙ্গীকার করতে হবে। নারীর কথা, চাল চলন ও ব্যবহারকে সম্মান করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘মাল্টি-অ্যাক্টর ডায়ালগ অন ইমপ্রোভ ইনফরমেশন ফোস্ এন্ড কমিটমেন্ট টু ইন্ডিং ভায়োল্যান্স এগিন্যাস্ট ওমেন’ বিষয়ক কর্মশালায় বক্তাগণ এসব কথা বলেন। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল। মডারেটরের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তাহমিনা খান। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
কর্মশালায় জুমার খুৎবায় নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য প্রদানের জন্য ইমাম, মোয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের প্রতি আহবান এবং নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করার পরামর্শ দেন বক্তাগণ।