Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাপা নেতা নেতাকর্মীদের গ্রেফতারে জেলা জাপা ও অঙ্গ সংগঠনের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, আজমিরীগঞ্জ পৌরসভার আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক খান ও আজমিরীগঞ্জ উপজেলা জাপার নেতা সালাহ উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে জাতীয় পার্টির জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল বলেন-মহাজোটের শরীকদল জাতীয় পার্টি। মহাজোট নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও মহাজোট নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে উন্মুক্ত প্রার্থী দিয়েছেন। কিন্তু নির্বাচন থেকে দুরে রাখতে পুলিশ কোন কারণ ছাড়াই জাপার নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানী করছে এবং বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা জাপার নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ সকল ভয়ভীতি উর্ধ্বে উঠে জাপার নেতাকর্মীদের নির্বাচনীয় কাজ করার আহ্বান জানান। এছাড়াও জেলা জাতীয় ছাত্র সমাজ, যুবসংহতিসহ জাপার অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।