Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে আ.লীগ কার্যালয় ভাংচুর মামলার আসামি মাসুম গ্রেফতার

বাহুবল প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র ও পলাশ বিক্সস ফিন্ডের ম্যানেজার।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত চক্রের নেতাকর্মীদের হামলায় অফিসের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। এতে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ঐ রাতেই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জিতু মিয়া লস্কর বাদী হয়ে প্রায় ২শত জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও বর্তমান জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুম। গতকাল বুধবার বিকেল ৩টায় বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ীস্থ পুলিশ চেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গতকাল বিকেলে জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুমকে সার্কেল স্যারের নেতৃত্বে আটক করে ডিবি পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত পৌর আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলাসহ একাধিক গাড়ী পুড়ানো ও নাশতকার অভিযোগে মামলা রয়েছে।