Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বামকান্দি গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে শিশুসহ আহত ২০

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ বামকান্দি গ্রামে সংর্ঘষ। প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংর্ঘষে শিশুসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের দক্ষিণ বামকান্দি গ্রামে।
জানা যায়, গতকাল দুপুরে ওই গ্রামের মুরুব্বী আজগর আলীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের তামসা মিয়া ও তছকির মিয়া কথা কাটাকাটি হয়। এ সময় উপস্থিত লোকজন বিষয়টি সমাধান করে দেন। পরে কথা কাটাকাটির বিষয়টি তামসা মিয়া ও তছকির মিয়ার লোকজনের যানতে পেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজগর আলীর বাড়িঘর, দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা স্থানীয় মুদিমাল ব্যবসায়ী জামাল ভেরাইটিজ স্টোরে ব্যাপক লুটপাট করে নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন, মোবাইল কার্ডসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। এতে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, ফজল মিয়া (১৯), সজল মিয়া (১৪), ফুল মিয়া (৩০), খেলু মিয়া (৪৫), কালা মিয়া (২৮), আব্দুর রহমান (৮০), কাঙ্গালী মিয়া (৭৫) ও সানু মিয়া (২৫)। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে আহতরা জানান, তামসা মিয়া, তছকির মিয়া, আকতার মিয়া ও মূখলেছ মিয়ার নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট ও ভাংচুর চালায়। এ সময় তারা নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।