Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহান বিজয় দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে রবিবার জাতীয় বিজয় দিবস পালন করা হয়েছে। শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, সরকারী-আধাসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, নবীগঞ্জ জে.কে সরকারী স্কুল মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, সিম্পোজিয়াম, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্টান, প্রজেক্টরের মাধ্যমে উন্মুক্তস্থানে চলচিত্র প্রদর্শন। রবিবার দুপুর ১২ নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার, এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদ এবং উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, সহকারী কমিশনার ভূমি আতাউল গণি ওসমানী, ওসি ইকবাল আহমদ প্রমুখ।