Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান মুহাম্মদ নূরুল আমিন উসমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ দারুছুন্নাৎ কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল আলী ক্বাদেরী, রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, বনগাঁও নূরে মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি বদরুর রেজা সেলিম, শরীফাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খাইরুদ্দিন, জামেয়া গাউছিয়া সুন্নিয়া একাডেমী ও প্রি ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম সারওয়ারে আলম গোলাপ, আলী ইদরিস হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ লিটন মিয়া, আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম আজাদ, নিজামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা কাজী সাইফুল মোস্তফা, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা আজিজুল ইসলাম খাঁন, আ’লা হযরত ফাউন্ডেশন, হবিগঞ্জ এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মামুনুর রশীদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মুহাম্মদ ছানু মিয়া, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা মুজিবুর রহমান আল-ক্বাদেরী, মাওলানা আবু ছালেহ, মাওলানা সৈয়দ হোসেন, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শামসুল হক, মুহাম্মদ সাইফুর রহমান সুমন, আমিনুল ইসলাম খাঁন মামুন, হাফেজ মাওলানা শাহ আলম চৌধুরী শাকিল, মাওলানা শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন রিপন, মাওলানা রেদওয়ানুল হক আশরাফী, মঈন উদ্দিন সুহেল, আজিজুল ইসলাম ঝুমন, মুহাম্মদ মাহ্দী হাসান, মাহমুদা আক্তার, মাহবুবা আক্তার, সুজিনা আক্তার, নাসরিন খানম, লাকী আক্তার, মর্জিনা আক্তার, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বার্ষিক পরীক্ষায় সর্বমোট ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই কৃতকার্য হয়। পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।