Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের কাগাপাশায় হামলায় মৃত্যু পথযাত্রী ৫ মাসের অন্তঃস্বত্ত্বা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ইছবপুরে প্রতিপক্ষের লাথিতে সেলিনা বেগম (৩০) নামের এক গৃহবধুর ৫ মাসের গর্ভ নষ্ট হয়েছে গেছে। সে ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থান অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে তার অবস্থার আরো অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, ওই গ্রামের দতাল মিয়ার পুত্র সহিবুর রহমানের কাছ দেলোয়ার মিয়া ৪২ শতক জমি ক্রয় করান জন্য ১ লাখ টাকা বায়না দেন। কিন্তু সহিবুর মিয়া ওই জমি দেলোয়ার মিয়ার কাছে বিক্রি না করে প্রতারণার মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে দেলোয়ার মিয়া ও তার স্ত্রী সহিবুরের কাছে বায়নার টাকা ফেরত চাইলে সে দেম দিচ্ছি বলে সময় ক্ষ্যাপন করতে তাকে। শুক্রবার বিকালে দেলোয়ার মিয়া স্ত্রী সেলিনা বেগম সহিবুরের কাছে টাকা চাইমে যায়। এ সময় সহিবুর রহমান, একই গ্রামের মোগল মিয়ার পুত্র ইয়াছিন মিয়া, কদম আলীর পুত্র খুরশেদ মিয়া ও জমশের মিয়ার পুত্র সামছু মিয়াসহ ৩/৪ জন তার উপর হামলা চালায়। এ সময় তারা গৃহবধূ সেলিনা বেগমকে মাটিতে পেলে তার তল পেটসহ শরীরের বিভিন্নস্থানে লাথি, মোরা ও কিলঘোষি মারে। এতে তার প্রচন্ড রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট এমএ জি উসামানি মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। প্রচন্ড রক্তক্ষরণের ফলে সদর হাসপাতালে তার গর্ভপাত ঘটে।