Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিজামপুরে নির্বাচনী সভায় সহশ্রাধিক নারী ॥ উন্নয়নের ধারা রক্ষায় এমপি আবু জাহিরকে নির্বাচিত করার শপথ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়ামসহ সদর লাখাই ও শায়েস্তাগঞ্জে বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। নিজামপুর ইউনিয়নের গড়ে উঠছে শিল্প প্রতিষ্ঠান। যে কারণে কর্মসংস্থানের আওতায় আসছেন অসংখ্য নারী-পুরুষ। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণসহ এলাকার উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এই উন্নয়নের ধারা রক্ষায় আবারো তাকে নির্বাচিত করার শপথ নিয়েছেন সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সহশ্রাধিক নারী।
শনিবার বিকেলে নিজামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সমর্থনে এক নির্বাচনী সভায় তারা এই শপথ নেন। সভায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রীরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শতভাগ বিদ্যুতায়নসহ নারীদের উন্নয়নে এমপি আবু জাহিরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত নিজামপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নানা শ্রেণি-পেশার সহশ্রাধিক নারী হাত তুলে তাদের বক্তৃতার প্রতি সমর্থন জানান এবং এমপি আবু জাহিরের উন্নয়ন কাজ ঘরে ঘরে প্রচার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে তার জয় নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।
মহিলা মেম্বার মিনারা খাতুনের সভাপতিত্বে এবং জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সহধর্মিনী আলেয়া জাহির।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি খোদেজা আক্তার। এছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দসহ নিজামপুর ইউনিয়নের সহশ্রাধিক নারীরা এতে স্বতস্ফুর্তভাবে অংশ নেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়হাম মিয়া এবং গীতা পাঠ করে রেবা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিপি আক্তার।