Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সুলেমান আলীর ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনির পাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি আনোয়ার আহমদের চাচা সুলেমান আলী (৯০) আর নেই। তিনি গত শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। মুত্যুকালে তিনি ৪ ছেলে ৫ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উনার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাযা শনিবার বেলায় আড়াইটায় মসজিদ মাঠে অনুষ্টিত হয়েছে। এর আগে গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবু, নবীগঞ্জ বাহুবল আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউল গনি উসমানী, ইনাতগঞ্জ পুলিশ ফাড়ীর ইনচার্জ শামছুদ্দিন খান, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্দা নুরউদ্দীন বীর প্রতিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা বঙ্গবন্দু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল হক চৌধুরী, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আহমদ রেজা, কুশি ইউনিয়ন যুবলীগের আহবায়ক, নেছার আহমেদ জগলু, উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহাজান, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।