Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়-এমপি মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আবদুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার, আওয়ামীলীগ যখনই সরকার গঠন করেছে তখনই দেশের নারী সমাজের উন্নয়নে কাজ করেছে। কারণ নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এই উপলব্ধি থেকেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে কাজ করছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রসূতি মায়েদের ভাতা প্রদানসহ অবহেলিত ও বঞ্চিত নারীদের আত্ম-বিশ্বাসের উৎস তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানের পরিচিতির সঙ্গে বাবার নামের পাশে মায়ের নাম ব্যবহার বাধ্যতামূলক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুক্রবার বিকালে বানিয়াচং মজলিশপুর মহল্লার আনোয়ারা বেগমের উঠানে নির্বাচনী সংক্রান্ত এক উঠান বৈঠকে এসব কথা বলেন। তখন লিপলেট বিতরণ ও নৌকার পক্ষে ভোট চাইলে উপস্থিত নারীরা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বানিয়াচং যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্যে রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, কৃষ্ণ দেব, সাহেদ আলী, ইউপি সদস্য সবকদর মিয়া, আবু আশসাফ চৌধুরী, রিপন চৌধুরী, হাসিনা আক্তার, মোছাদ্দেক মিয়া, মহিলা মেম্বার নাসরিন আক্তার মায়া, সফুরা বেগম, শামীমা বেগম, নাজমা আক্তার, খায়রুল বেগম প্রমূখ।