Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মাইকিংয়ে শংকর পালকে মহাজোট প্রার্থী বলায় আটক করে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে উপজেলা জাতীয় পার্টি সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে ইউএনও অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী জরিমানার দুই হাজার টাকা আদায় করেন। সূত্র বলেছে, হবিগঞ্জ জেলা জাপার সেক্রেটারি শংকর পাল জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। কিন্তু মহাজোট প্রার্থী দাবি করে আঙ্গুর মিয়া মাইকিং করে প্রচারণা চালান। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। বড়বাজার এলাকায় পৌঁছুলে পুলিশ সদস্যরা মাইকসহ কর্মীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জী এর সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল মহাজোটের প্রার্থী নন। মহাজোটের প্রার্থী দাবি করে মাইকে প্রচারণা করা সুস্পষ্ট আচরণ বিধি লংঘন। এ ব্যাপারে শংকর পালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মহাজোটের কোন প্রার্থী নেই।