Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে সরকারী চাল পাচারকালে ৬৪ বস্তা চাল জব্দ ॥ ট্রাকসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস)-এর লুকিয়ে রাখা চাল পাচারকালে ৬৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় চাল বহনকারী ট্রাক চালক আলাউদ্দিনকে আটক করা হয়। তবে ঘটনা আচ করতে পেরে সটকে পড়েন চাল মালিক ডিলার রোমান মিয়া। আটক আলাউদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে লাখাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. শাহীন আলম চালগুলো জব্দ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ওএমএস’র চাল বিতরণ কর্মসূচির সময় শেষ হয়েছে। তারপরও উপজেলার কার্যক্রমের নিয়োগ করা ডিলার রোমান মিয়া ৬৪ বস্তা চাল লুকিয়ে রাখেন। গতকাল ট্রাকযোগে লুকিয়ে রাখা চালগুলো অন্যত্র পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করে। পরবর্তীতে ডিলার রোমানের বাড়ি থেকে জব্দ করা হয় আরও ৪ বস্তা চাল। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।’
আটক গাড়ি চালক আলাউদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।